হাতরাসের নিষ্ঠুর অমানবিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের

 

    অতনু ঘোষ, নতুন গতি, পূর্ব বর্ধমান: হাতরাসের ন‍্যাক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝাটি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। উত্তরপ্রদেশের হাতরাসে বিজেপি শাসিত যোগী রাজ্যে যে নিষ্ঠুর ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশের সাথে সারাবাংলা। সারাবাংলায় তারই প্রতিবাদে জেলায়, জেলায়, ব্লকে,ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।

     

    এদিন আবুঝাটি ১ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সীমন্ত রায়, আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    এই সভায় দেড় থেকে দুই হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি। মহিলা কর্মী সমর্থক এর উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এই মিছিল থেকে আওয়াজ তোলা হয় বিজেপি মুক্ত ভারত গড়ার ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে লড়াই করার।