আজ জাতীয় সম্প্রচার দিবস- National Broadcasting Day

নতুন গতি প্রতিবেদক:প্রতি বছর ২৩ জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয় ৷ ১৯২৭ সালের এই দিনেই ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ বম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু করে৷১৯২৩ সালের জুলাই মাসে বম্বের রেডিও ক্লাব শুরু করেছিল সম্প্রচার৷এরপর ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ গঠনের পর তাদের বম্বে এবং কলকাতা দুটি রেডিও স্টেশন চালাবার অনুমতি দেওয়া হয়। ১৯২৭ সালে ২৩ জুলাই বম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু হয় ৷ তারপরে ১৯২৭ সালের ২৬ আগস্ট কলকাতা স্টেশন চালু হয়৷

    ১৯৩০ সালের ১ লা এপ্রিল সরকার এই সম্প্রচার ব্যবস্থাকে অধিগ্রহণ করে পরীক্ষামূলক ভাবে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস (আইএসবিএস) চালু করে ৷এরপর ১৯৩৬ সালের ৮জুন আইএসবিএস-র নতুন নাম হয় অল ইন্ডিয়া রেডিও ৷
    বর্তমানে গোটা দেশে অল ইন্ডিয়া রেডিও-র নিয়ন্ত্রণে রয়েছে ৪৭৯ টি স্টেশন যা দেশের ৯২ শতাংশ এলাকা এবং ৯৯.১৯ শতাংশ জনগণের কাছে প্রতিদিন পৌঁছে যায় ৷ মোট ২৩টি ভাষা ও ১৭৯টি কথ্য ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হয় ৷