যথাযোগ্য মর্যাদায় এবং মহাসমারোহে বিশ্ব নবী দিবস পালিত, লোকপুর এলাকায়

যথাযোগ্য মর্যাদায় এবং মহাসমারোহে বিশ্ব নবী দিবস পালিত, লোকপুর এলাকায়
নতুন গতি, লোকপুর:  আরবি মাসের ১২ ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা ও মহাসমারোহে দিনটি পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সাথেই লোকপুর থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামের মধ্যে ও।লোকপুর থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রাম সহ পার্শ্ববর্তী ঝাড়খন্ডের ও কয়েকটি গ্রাম থেকে মানুষজন সুসজ্জিত ট্যবলো নিয়ে শোভাযাত্রা বের হয়।ট্যাবলোর মধ্যে বিভিন্ন শান্তি মূলক শ্লোগান লেখা ব্যানার, ধর্মীয় ঝান্ডা তথা নিশান পাশাপাশি ভারতীয় জাতীয় পতাকা লাগিয়ে ও শোভাযাত্রার অন্য মাত্রা বহন করে। শোভাযাত্রা লোকপুর থানার খন্নি গ্রামে বিরাজমান সৈয়দ শাহাতাজ ওলি(রহঃ)র মাজার শরীফে জমায়েত হয়। এদিন উপস্থিত ভক্তবৃন্দগন মাজার জিয়ারত করেন এবং দুপুরে সকলকে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়।রাজায়ে মোস্তফা কমিটির পক্ষ থেকে হাফিজ সামিউল হক এক সাক্ষাৎকারে জানান সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমরা ও লোকপুর থানা এলাকার এবং ঝাড়খন্ডের কয়েকটি গ্রামের মানুষের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয় বিশ্ব নবী দিবস হিসেবে। ইসলাম যে শান্তির ধর্ম তা আমাদের শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী,তাই উনার নির্দেশিত পথে যেমন চলতে চায়, তেমনি আমরা আজ শোভাযাত্রা বের করে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার ও আহ্বান জানানো হয়।