|
---|
ছয় জনকে বাঁচিয়ে আজ নিজে মৃত সজ্জায়, প্রেমকান্ত বাঘেল
নতুন গতি ,ওয়েব ডেস্ক: দিল্লির মুসলিম প্রতিবেশীর বাড়িতে কারা যেন আগুন লাগাচ্ছে। শুনে আর ঠিক থাকতে পারেননি, পারেননি নির্লিপ্ত হয়ে বসে থাকতে। তিনি জানতেন এই উন্মত্ত জনতা সো কলড ‘ধর্ম কে বাঁচানো’-র জন্য কি না করতে পারে।
ছুটে গেছিলেন আটকাতে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা অনেকটাই উঁচুতে। জীবনের তোয়াক্কা না করেই একে একে বার করে আনেন ৬ জন কে। যার মধ্যে ছিলেন এক ৭০ বছরের বৃদ্ধা।
তার মুখে শোনা গেছে একই কথা আমি খুশী আমি ছয় জনের প্রাণ বাঁচাতে পেরেছি।
তক্ষণ তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়া প্রেমকান্তকে নিয়ে যাওয়ার মতো কোনও গাড়ি পাওয়া যায়নি। সারারাত ওইভাবে থাকার পরে সকালে জি টি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।