তেজস্বী যাদবের সরকারি বাসভবনে ফ্রি কোভিড কেয়ার সেন্টার

নতুন গতি ওয়েব ডেস্ক: নিজের সরকারি বাসভবনকে কোভিড কেয়ার সেন্টারে বদলে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ পাটনায় রয়েছে তাঁর সরকারি বাসভবন৷ সেই বাড়িই আজ থেকে কোভিড কেয়ার সেন্টার৷ বিনামূল্যে সেই সেন্টারে পরিষেবা নিতে পারবে সাধারণ মানুষ৷