|
---|
অতনু ঘোষ, মেমারিঃ ক্রমশ বাড়ছে করনার সংক্রমণ। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সম্প্রতি করণায় আক্রান্ত হয়েছে মেমারি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, একইসাথে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী তাপসী ভট্টাচার্য। পাশাপাশি মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায় সহ যুবনেতা সন্দীপ পরামানিক সহ আরো কয়েকজন। বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সকলের সুস্থতা কামনায় এবং দেশবাসীর সুস্থ নিরোগ জীবন ও কল্যাণ কামনায় মেমারিতে বাগিলা অঞ্চল তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যগে হোম যজ্ঞ করা হলো। এদিন সকালে মেমারি-১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণপুর শীতলা মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে তৃণমূলের কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে দেশবাসি ও তাদের প্রিয় মাস্টার মশাইয়ের মঙ্গল কামনা করেন। মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে না পড়ে এবং করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পাই তার জন্য সামাজিক বার্তা প্রদান করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।
আমাদের চ্যানেল এর পক্ষ থেকেও মধুসূদন ভট্টাচার্য ও তার স্ত্রী এবং করোনা আক্রান্ত সকলে দ্রুত সুস্থতা কামনা করি।
আশা রাখি মধুসূদন ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি জনসেবায় নিয়োজিত হবেন।