|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: রবিবার বর্ধমান ইউনিভার্সিটি কো-অপারেটিভ স্টোর কন্ট্রাক্টচুয়াল সিকিউরিটি পার্সোনাল সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
উপস্থিত ছিলেন বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সভাপতি মহম্মদ মহসীন , সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জী, সহ সভাপতি সীতারাম সিং , বর্ধমান ইউনিভার্সিটি কো-অপারেটিভ স্টোর কন্ট্রাক্টচুয়াল সিকিউরিটি পার্সোনাল সমিতির সম্পাদক সন্তু বাবু প্রমুখ। সভায় সারা বছরের হিসাব-আয় -ব্যয় প্রকাশিত হয়, সিকিউরিটি কর্মচারীদের বিভিন্ন দাবী সমূহ আলোচনা হয় , বেতন বৃদ্ধি, পি.এফ , গ্রাচুইটি , চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা হয়।