একই ছায়াপথে হঠাৎ নক্ষত্রদের সমাবেশ, উপলক্ষ আকাশের বিয়ে

মিজানুল কবির, কলকাতা: ঠিকই পড়ছেন একই ছায়াপথে সকল নক্ষত্রদের দেখা মিলল মুম্বাইতে, উপলক্ষ আকাশের বিয়ে। সাক্ষি থাকলো মুম্বাই সহ সারা ভারতবর্ষ।
গত শনিবার বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানির বিয়ে উপলক্ষে প্রায় হাজির ছিল বলিউড থেকে শুরু করে রাজনৈতিক, ব্যাবসিক,খেলোয়াড় সহ বিশ্ব দরবারের নানান নাম করা ব্যাক্তিবর্গ।
মুম্বাইতে হওয়া এই মেগা অনুষ্ঠানে দেখা মিলল বিগবি অমিতাভ বচ্চন -জয়া বচ্চনের।শাহরুখ খান এসেছিলেন সস্ত্রীক, স্ত্রী কিরণ রাওকে নিয়ে এসেছিলেন মিস্টার পারফেক্সনিস্ট আমির খান,করিনা কাপুর খান ও কারিশ্মা কাপুর, কারান জোহার,রনবির কাপুর,আলিয়া ভাট।

    এছাড়াও আসতে দেখা যায় সস্ত্রীক অভিষেক বচ্চন সহ কন্যা আরাধ্যাকে।প্রিয়ংকা চোপড়া এসেছিলেন বর নিক জন্স কে নিয়ে। কাইরা আডবানী সহ সিদ্ধার্থ মালহোত্রা কিংবা রজনিকান্ত সবার দেখা মেলে।

    ক্রিকেট জগতের পরিচিত মুখ সচিন তেন্ডুলকার, জাহির খান, পান্ডিয়া,হরবজন সিং সবার দেখা মেলে গ্রিন
    কার্পেটে।

    এইচডি দেবগৌড়াকে সহ একাধিক রাজনৈতিক মুখ দেখা যায়।
    গুগলের সিইও সুন্দর পিচাই, রতন টাটা, এন চন্দ্রশেখারাণ, জেপি মরগান সহ একাধিক ব্যাবসায়ীদের দেখা যায়।

    নাচ,গান,খাওয়া-দাওয়া সহ নক্ষত্রদের সমাবেশ এক উল্লেখযোগ্য সন্ধ্যে হয়ে থাকল।