ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করল ইডি

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করল ইডি

    নতুন গতি,ওয়েব ডেস্ক: অবশেষে
    ২০ ঘন্টা জেরার পর ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। শুক্রবার রাত থেকেই তাঁকে মুম্বইয়ের বেলার্ড এস্টেটে ইডি-র দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা শাখার আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে অসহযোগিতা ও আর্থিক তছরূপ রোধ আইনে (পিএসএলএ) রানা কাপুরকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই তাঁকে বিশেষ আদালতে তোলা হবে। ইডি সূত্রে খবর, বেসরকারি সংস্থা ডিএইচএফএলকে ঋণ দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক, তা অনুৎপাদক সম্পদে (এনপিএ) পরিণত হয় বলে অভিযোগ। এই ঋণ দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে রানার। ডিএইচএফএলকে ৬০০ কোটি টাকার কিভাবে ঋণ দেওয়া হয়েছিল, সেটা নিয়েও তদন্ত চলছে। অপরদিকে কয়েকটি সংস্থাকে ঋণ দেওয়ার ঘটনায় রানার স্ত্রী ও মেয়ের নামও জড়িয়েছে বলে জানা যাচ্ছে।