ডোমকল টাউন তৃণমূলের কংগ্রেসে এবং ব্লকের ডাকে ARD হলে, ৭৫ দিনের কর্মসূচির আজ ৭ ই মার্চ চলছে তৃণমূল কর্মী সম্মেলন

ডোমকল টাউন তৃণমূলের কংগ্রেসে এবং ব্লকের ডাকে ARD হলে, ৭৫ দিনের কর্মসূচির আজ ৭ ই মার্চ চলছে তৃণমূল কর্মী সম্মেলন

    এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:বাংলার গর্ব মমতা এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তুলে তুলে ধরেছেন,বক্তব্য রাখছেন: ডোমকল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল।তিনি বলেন নেত্রীর নির্দেশে মেনে পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভাতে এই কর্মসূচি পালন হচ্ছে,

    আমাদের লক্ষ্য ডোমকল বিধানসভা
    গত লোকসভায় আমরা সবাই একসঙ্গে হয়ে ব্যাপক পরিমাণে জয় লাভ করেছি অতএব আগামী বিধানসভায় ডোমকল বিধানসভা আমরা সবাই একসঙ্গে হয়ে আবারো হাতে এমএলএ তুলে দিব এবং আমাদের লক্ষ্য থাকবে ডোমকলের উন্নয়ন এবং মানুষের পাশে থাকা
    তিনি আরো বিস্তারিত জানান জানান দিদির নির্দেশ মেনে নতুন পুরনো সকল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী দিনে যারা ঘরে বসে আছেন যারা তৃণমূল থেকে মান-অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের কে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা আগামী দিনে দিদির হাতকে শক্ত করব এবং মানুষকে নিয়ে একসঙ্গে চলব এই বার্তা রাখেন।

    টাউন সভাপতি বক্তব্য রাখছেন

    তিনি আরো বিভিন্ন ভাবে বিস্তারিত আলোচনা করেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে দিদির লক্ষ্য ভারতবর্ষকে রক্ষা করা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা
    তিনি তীব্রভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন বিজেপি সরকার চক্রান্ত চলছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গা বাধানোর আপনারা সচেতন থাকবেন সকলে সঙ্ঘবদ্ধ একসঙ্গে থাকবেন আপনাদের পাশে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এরাজ্যে কোন দাঙ্গাবাজকে জায়গা দেওয়া হবে না এবং বিজেপিকে আগামী দিনের ঝাঁটা দিয়ে ঝাটিয়ে বিদায় দিব শুধু সময়ের অপেক্ষা এইভাবে তীব্রভাবে আক্রমণ করলেন কেন্দ্র বিজেপি সরকারকে।