ডিজিটাল এক্সরে মেশিন এর উদ্বোধন শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে

ডিজিটাল এক্সরে মেশিন এর উদ্বোধন শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে

    নতুন গতি,ওয়েব ডেস্ক:দীর্ঘদিন ধরে মানুষের হয়রানি কিছুটা নির্মল হলো শনিবার থেকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে।

    রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তাপস মন্ডল এর অর্থানুকূল্যে নদীয়া শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে একটি ডিজিটাল এক্সরে মেশিন এর উদ্বোধন হলো।
    এদিন শান্তিপুর হসপিটাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ তাপস মন্ডল, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দে, শান্তিপুর হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস।
    অনুষ্ঠানে বক্সের ব্যবস্থা থাকলেও তাৎপর্যপূর্ণভাবে প্রধান অতিথি রা কেউ ই হসপিটাল এর মধ্যে মাইক ব্যবহার করলেন না এবং হসপিটালের সুপার যদিও বা বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে নেন হসপিটাল এর মধ্যে বক্স থাকার কারণে ।

    প্রধান অতিথি তাপস মন্ডল বক্তব্যর মধ্যে বলেন শান্তিপুর হসপিটাল সুপার দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন এবং তিনি সংসদ থাকাকালীনই তিনার সাংসদ তহবিলের অর্থ বরাদ্দ করেন এই ডিজিটাল এক্সরে মেশিন এর জন্য তারই উদ্বোধন হচ্ছে। তিনি এও বলেন তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরে দপ্তরে রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরই নদীয়া জেলা জুড়ে বেশ কিছু নতুন ডক্টর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়ে দেন।
    এবং শান্তিপুর হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অজয় দে বলেন আমরা প্রতিনিয়ত হসপিটাল থেকে আরো যাতে উন্নত পরিষেবা মানুষের মধ্যে দেওয়া যায় তারপরও চেষ্টা করে যাচ্ছি এছাড়াও তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তর রিক্রুটমেন্ট বোর্ড এর চেয়ারম্যান কে পাশে পেয়ে এও জানান শান্তিপুর হসপিটাল এখনো যে ডাক্তারের চাহিদা রয়েছে আগামী দিনে সেটা যাতে পূরণ হয় তার আবেদন করেন।