|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন ইমরান মন্ডল নামে এক ব্যক্তির রক্তল্পতার জন্য বিরল গ্রুপের রক্তের ভীষন প্রয়োজন হয়, বাড়ির সদস্যরা ট্রাস্টের রক্তযোদ্ধা কৌশিক দাস কে জানাই, অপরদিকে নুরুন্নাশা বিবি এবং গোলাম কাদের শেখ নামের দুটি রোগীর রক্তের প্রয়োজন হলে ট্রাস্টের রক্তযোদ্ধা জাহাঙ্গীর শেখ কে জানাই। ততক্ষন ট্রাস্টের রক্তযোদ্ধা জাহাঙ্গীর শেখ সাগরদিঘী ব্লাড সেন্টারে পৌঁছায় এবং সাগরদিঘী ব্লাড সেন্টারের সহযোগিতায় “এ নেগেটিভ” ও “বি পজেটিভ” রক্ত দুটি ব্লাড ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবস্থা করে দেওয়া হয়। এবং গোলাম কাদের শেখ নামে এক রোগীর “এবি পজেটিভ” রক্তের প্রয়োজন হলে ট্রাস্টের সদস্য জাহাঙ্গীর শেখ এর সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসেন আবুজার মন্ডল। এছাড়াও আরো এক রক্তযোদ্ধা সামাদ শেখ উম্মে জোহরা খাতুন এবং সুমাইয়া সুলতানা নামে দুই রোগীকে “ও পজেটিভ” এবং “এবি পজেটিভ” রক্তের ব্যবস্থা করে দেওয়া হয়। সকল রক্তদাতাকে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় রক্তিম অভিনন্দন ও অনেক ভালোবাসা।