রায়দিঘী বিধাসভায় আনুষ্ঠানিকভাবে শুরু হল “বাংলার গর্ব মমতা” নামক অনুষ্ঠান

নবাব মল্লিক, রায়দিঘী : গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ‍্যমে রায়দিঘীতে রায়দিঘী বি এড কলেজে শুরু হল বাংলার গর্ব মমতা নামক অনুষ্ঠান। রায়দিঘী বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চল থেকে তৃণমূলের নেতৃত্বস্থানীয়রা এই কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ করেন। মথুরাপুর ১ এবং ২ এর নেতৃত্বের সমণ্বয়ে এই সভা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান থেকে প্রোজেক্টের এর মাধ‍্যমে ভিডিও চিত্র ও তুলে ধরা হয় বলে জানা যাচ্ছে। এবং ৭৫ দিনের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করেন রায়দিঘী বিধানসভার এসিসি সম্মাণীয় অলোক জলদাতা। এছাড়াও এই মিটিং এ উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের কার্যকরী সভাপতি সত‍্য গায়েন, সিরাজউদ্দিন বৈদ‍্য, যুব সভাপতি উদয় হালদার, মথুরাপুর ১ নং ব্লকের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য নির্মল হালদার, যুব সভাপতি বাপী হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি শুকুন্তলা হালদার মথুরাপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়ভূষণ ভান্ডারী এবং অন‍্যান‍্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।