“হত্যার আগে মহিলাদের ধর্ষণও করে দুষ্কৃতীরা”: প্রয়াগরাজ গিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রতিনিধিদলের

নতুন গতি নিউজ ডেস্ক: প্রয়াগরাজ ‘গণহত্যা’র সত্য অনুসন্ধানে গিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রতিনিধিদলের। তাদের বক্তব্য মৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছে শুধু পুড়িয়ে মারা নয়, হত্যার আগে মহিলাদের ধর্ষণও করে দুষ্কৃতীরা।

    তাদের বক্তব্য, এর জবাব দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    উল্লেখ্য, রবিবার দুপুরেই প্রয়াগরাজ পৌঁছায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যার নেতৃত্বে ছিলেন দোলা সেন। অন্যান্য সদস্যরা হলেন মমতা ঠাকুর, সাকেট গোখলে, জ্যোৎস্না মান্ডি, ললিতেশপতি ত্রিপাঠী।

    প্রসঙ্গত, শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। অভিযোগ এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ ও দু’বছরের নাতনিকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।