দক্ষিণ দিল্লির একটি মন্দির ভাঙার নোটিস দিল কেন্দ্র, তীব্র প্রতিবাদ জানালো শাসকদল আপ

নতুন গতি নিউজ ডেস্ক: এবার দক্ষিণ দিল্লির একটি মন্দির ভাঙার নোটিস দিল কেন্দ্র। এ নোটিসের তীব্র প্রতিবাদ জানায় আম আদমি পার্টি।

    আপের অভিযোগ, দিল্লিতে তোলাবাজির রাজনীতি করছে বিজেপি। এতদিন বাড়ি-দোকান ভাঙার হুমকি দিয়ে টাকা তুলত, এবার মন্দিরও ভাঙার হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছেন, কেউ মন্দির ভাঙতে এলে সামনে দাঁড়িয়ে তাঁরা প্রতিবাদ করবেন।

    উল্লেখ্য, গত শনিবার নীলকন্ঠ মহাদেব মন্দির কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে, শ্রীনিবাসপুরী এলাকাটি পুনর্বিন্যাসের জন্য মন্দিরের অবৈধ অংশটি খালি করে দিতে হবে, নাহলে মন্ত্রকের তরফে তা খালি করে ভেঙে দেওয়া হবে। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেছে কেন্দ্র।