|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ফের দৈনিক মৃত্যুর রেকর্ড রাজ্যে। করোনা বিভীষিকায় এদিন প্রথমবার দৈনিক মৃত্যুর সংখ্যা দেড়শোর গণ্ডি পার করল। উল্লেখ্য, এই প্রথম পশ্চিমবঙ্গে একদিনের মৃতের সংখ্যা ছাড়াল দেড়শো পার করেছে৷ মৃত্যুর সংখ্যা বাড়লেও গতকালের থেকে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। তবে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে৷গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৭ জন৷ গতকাল ১৪৫ জন মারা গিয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে৷
এদিকে রাজ্যে মৃতের সংখ্যা রেকর্ড ভাঙলেও কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ যদিও দৈনিক সংক্রমণে ১৯ হাজারের গণ্ডির নীচে নামেনি৷ গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন৷ গতকাল রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছিল ১৯ হাজার ৪২৮৷এদিকে আশা জগিয়েছে রাজ্যের সুস্থতার হার৷ গতকালের থেকে সুস্থতার হার সামান্য বেড়েছে বাংলায়৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি৷ করোনাকে হারিয়ে জয়ী হয়েছে ১৯ হাজার ১৫১ জন৷ সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ৷ দৈনিক আক্রান্তের নিরিখে এখনও জেলাগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। মৃত্যুর সংখ্যা ৪৮। তারপরেই তালিকায় রয়েছে কলকাতা। রাজ্যের রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮। মৃত্যু হয়েছে ৩১ জনের। এই দুটি জেলা ছাড়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি।