|
---|
*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার স্বেচ্ছাসেবী মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের এল আই সি মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ফুটবল প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। কুইজ কেন্দ্রের পক্ষ থেকে ফুটবল খেলাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডের মেদিনীপুর ফুটবল একাডেমীর হাতে চারটি ফুটবল তুলে দেওয়া। পাশাপাশি এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার মোট ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন দৃষ্টিহীন খেলোয়াড় ও দৃষ্টিহীন ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদের মধ্যে রয়েছেন কেশপুরের রাউতার অরবিন্দ পাত্র যিনি অন্ধদের ক্রিকেটে বাংলা দলে খেলেছেন। অরবিন্দ বাবু বলেন,”এই অতিমারীতে কোনো কাজ না থাকায় আমরা সমস্যার মধ্যে রয়েছি”। এদিন খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সবার হাতে চিড়ে,সরিষার তেল,চিনি, বিস্কুট, সয়াবিন,মুসুর ডাল,সাবান,সার্ফ ,টিফিন তুলে দেওয়া হয়
কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রিংকু চক্রবর্তী, গৌতম বোস, সুভাষ জানা, স্নেহাশিস চৌধুরী, আল্পনা দেবনাথ বোস, অরিন্দম দাস,মণিকাঞ্চন রায়, শবরী বসু,অন্তরা বসু জানা,সুদীপ কুমার খাঁড়া, সুতপা বসু, নরসিংহ দাস,শুভ্রাংশু শেখর সামন্ত প্রমুখ। পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সুভাষ বাছোয়াতের নাতি অগস্তিয়র জন্মদিন উপলক্ষ্যে ফুটবল একাডেমী ও দৃষ্টিহীন ব্যক্তিদের হাতে একটি করে উচ্চফলনশীল পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়।