হিংসার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে “নাগরিক সভা”

সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা মন্দিরবাজার ব্লক এ দাতপুর হালদারপাড়া ইসলামিক জলসা দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক সচেতনতা নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বর্তমানে সারা ভারতবর্ষে সি এ এ ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক স্বতস্ফূর্ত যে আন্দোলন শুরু হয়েছে।তার বিরুদ্ধে বিভেদকামী শক্তি গত কয়েক দিন ধরে দেশের রাজধানী দিল্লিতে যেভাবে হিংসা ছড়িয়ে মানুষ হত্যায় মেতেছে। তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ করার ভাষা হারিয়েছি।তিনি আরো বলেন দেশের সংবিধানকে মান্যতা দিয়ে গণতন্ত্র ও সম্প্রীতি পরিবেশ বজায় রাখার জন্য সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানান।যারা মানুষের মধ্যে হিংসা বিভেদ দাঙ্গা লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে। তাদের এই অশুভ উদ্দেশ্য কখনোই সফল হবে না বলে ব্যক্ত করেন তিনি। অবিলম্বে অসাংবিধানিক সি এ এও এনআরসি নিয়ে সারা দেশ উত্তাল অবিলম্বে দেশে শান্তি রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারএই আইন প্রত্যাহার করে দেশে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানানো উচিত। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা জাকির হোসেন বলেন যারা দেশের সংবিধান কে অবমাননা করে দেশের গণতন্ত্র পরিকাঠামো নষ্ট করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য কোনদিনই সফল হবে না। এদেশ এমনই এক মহান দেশ, বৈচিত্রের মধ্যে ঐক্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল্লাহ হালদার,আবিদ হসেন হালদার , মাওলানা মাহমুদুল হাসান ,মাওলানা ইমদাদুল্লাহ, তাহের হোসেন শফি প্রমূখ।