গলসিতে স্বেচ্ছায় রক্তদান করে দূর্গোৎসবের সুচনা

আজিজুর রহমান,গলসি : স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে দূর্গোৎসবের সুচনা হল গলসিতে। গলসির উড়া গ্রামের হালদারপাড়া দুর্গোৎসব কমিটি সদস্যরা ওই রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে সংগ্রহ হওয়া ৫০ ইউনিট রক্ত বর্ধমান মেড়িকেল কলেজের হাতে তুলে দেওয়া হয়। আয়োজন কমিটির সদস্য শৈলেন হালদার জানিয়েছেন, উৎসবের আনন্দের দিলগুলিতে ব্লাড ব্যাংকের সংকট মেটাতেই তারা ওই আয়োজন করেছেন। তিনি জানিয়েছেন, তাদের ওই শিবেরে পুলিশ কর্মী থেকে সংখ্যালঘু মানুষ ও তাদের ক্লাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সকল রক্তদাতাকে আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। শিবিরে উপস্থিত ছিলেন, গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার, গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন, ক্লাবের সদস্য শৈলেন হালদার, গলসি ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী সহ ক্লাবের সদস্যরা। পুজো শুরুর দিনে এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।