বীরভূমের ঘাটদুর্লভপুর গ্রামের কোড়া পাড়ায় মিনি পাইপ ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন

বীরভূমের ঘাটদুর্লভপুর গ্রামের কোড়া পাড়ায় মিনি পাইপ ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন

    সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: বীরভূম জেলায় পানীয় জলের সমস্যার কথাকে মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “Water for People India Trust”-এর উদ্যোগে এবং “National Stock Exchange”-এর আর্থিক সহায়তায় বীরভূম জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ঘাটদুর্লভপুর গ্রামের কোড়া পাড়ায় একটি ‘মিনি পাইপ ওয়াটার ট্যাঙ্ক’-এর শুভ উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার। উদ্বোধনে উপস্থিত ছিলেন”Water for People India Trust”-এর পক্ষে ডেনভার থেকে চিফ প্রোগ্রামস অফিসার মার্ক ডুউ,রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের প্রধান নিবেদিতা সাহা সহ “Water for People India Trust”-এর দিল্লি, কলকাতা, রাজনগর ও খয়রাশোল অফিসের প্রতিনিধিবৃন্দ।
    এই মিনি পাইপ ওয়াটার ট্যাঙ্ক থেকে গ্রামের ৬৬টি পরিবারে পাইপ লাইনের মাধ্যমে পরিশোধিত পানীয় জল সরবরাহ হবে।
    এই মিনি পাইপ ওয়াটার ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামের মানুষজন সম্মিলিতভাবে গ্রহণ করেছেন।