লক ডাউন পরিস্থিতিতে ত্রান বিতরণ সেচ্ছাসেবী সংগঠন

লক ডাউন পরিস্থিতিতে ত্রান বিতরণ সেচ্ছাসেবী সংগঠন

    নিজস্ব সংবাদদাতা,নতুুন গতি, মালদা: হবিবপুর ফিউচার সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার হবিবপুর আকতৈল অঞ্চলের খরিবাড়ি এলাকায় এদিন দুপুর পর্যন্ত প্রথমে ৫০ টি পরিবারকে পরে আরো ত্রান সামগ্রী দেওয়া হছে। আজ দেওয়া হয়েছে চাল ডাল আলু তেল সব্জির সহ খাদ্য সামগ্রিক তুলেদিলেন হবিবপুর ফিউচার সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির তরফে মিঠুন দাস বলেন, মানুষ যে ভাবে কাজ বন্ধ করে ঘরবন্দী হয়ে রয়েছে তাই আমাদের সংগঠন এই পরিস্থিতিতে মানুষের পাশে দারানোর চেষ্টা করেছে। লক ডাউন হওয়ার পর থেকে খাদ্য সামগ্রিক বিতরণ করে যাছি সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে রয়েছে এই পরিস্থিতিতে আমাদের এই সংগঠন তরফে মানুষের পাশে আছি খাবারে সমস্যা না হয় তাই আমাদের এই সংগঠন মানুষের পাশে রয়েছে। তিনি আরো বলেন সরকারের তরফে মানুষকে ঘরবন্দী থাকার আবেদন করেন। সংগঠনের তরফে বলেন সাধারণ মানুষকে সচেতন করতে বলেন জরুরি কাজ ছারা বাইরে বেরবেন না বাইরে বেরলে মাস্ক ব্যাবহার করুন।