|
---|
সাকিব হাসান,নতুুন গতি ,বকুলতলাা:
আজ ইংরেজি 3রা ফেব্রুয়ারি ২০২১ দিল্লির রাজপথে লক্ষ লক্ষ কৃষকরা কেন্দ্র সরকারের কৃষি নীতির বিরুদ্ধে এবং জীবন জীবিকার স্বার্থে,তথা কৃষকদের স্বার্থে যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গের জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এর নির্দেশে বকুলতলা নতুন হাট শিক্ষক শাহাবুদ্দিন শেখ এর আহ্বানে আজ দশম দিনের ধর্ণা মঞ্চ থেকে কয়েক হাজার বাইক ও ট্রাক্টর সহ কৃষকদের স্বাক্ষরিত সারক লিপি নিয়ে জয়নগর ২ নং বিডিও অফিসে সারক লিপি জমা দেয়ার পর জয়নগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত ট্রাক্টর ও বাইক নিয়ে মিছিল করেন। এলাকার কৃষক ক্ষেতমজুর তাদের এই আন্দোলন বাঁচার অধিকারের, আর সেই ক্ষেতমজুরদের দাবির ভিত্তিতে জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে ও শাহাবুদ্দিন শেখ এর উদ্যোগে এই মুহূর্তে সে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েত।