আরক্ষা বাহিনীর কবি প্রণাম, শান্তিপুরে

শরিফুল ইসলাম, নতুন গতি :সংগীতের মূর্ছনায়,নৃত্যের তালে,কবিতার ছন্দে রবীন্দ্র-জয়ন্তী পালনের সেই চির চেনা ছবিটি কোভিড -১৯ ‘ ভ্রূভুট্টিকায় দেখা না গেলেও করোনা-সংকটে বিশেষ ত্রাতার ভূমিকায় এগিয়ে আসা অন্যতম সরকারি সংগঠন পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের উদ্যোগে কবিগুরুর একশো ষাটতম জন্মদিন যথাযথ মর্যাদায় পালনের ব্যবস্থাপনায় খুশি রাজ্যের পাশাপাশি শান্তিপুরবাসিও l

    লক ডাউনের আবহে সামাজিক সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ‘সোশ্যাল ডিস্ট্যানসিং’ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দদ্বয় l
    স্বাভাবিক ভাবেই প্রতি বছরের মতন নয়, এবছরই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে বাঙালির উৎসবের সেই মেজাজ ছিল অমিল l নামি-দামী বা অনামী সংগঠনগুলি তাই নমো নমো করে যখন প্রিয় কবির জন্মদিন কাটিয়ে দিতে ব্যস্ত ঠিক সেই সময় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী রীতিমতন ইউনিফর্মড কিন্তু করোনা প্রতিরোধের সব রকম শৃঙ্খলা মেনেই তাঁরা এদিন যাপন করলেন একশো ষাটতম রবীন্দ্রজয়ন্তী l
    কবি প্রণামের সেই বিশেষ ক্ষনে শান্তিপুর থানার পক্ষ থেকে করোনা সম্পর্কিত ও করোনা-প্রতিরোধের নানা প্রচারও ছিল চোখে পড়ার মতন বিষয় l

    সাত সকালেই শান্তিপুর থানা থেকে গুরুদেবের ছবিসহ সুসজ্জিত মেটাডোর ভ্যানটিকে মাঝখানে রেখে পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের একটি বড়সর বাহিনী শান্তিপুর শহর পরিক্রমণ করেন l ম্যাটাডোরে লাগানো মাইকে কখনো করোনা সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন ঘোষণা ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয় l

    অষ্টক্ষণ চোর-ডাকাত ও সমাজ বিরোধী পেটানো ভূমিকায় পুলিশের সেই চিরাচরিত চিত্র করোনার আবহে কেটে গেছে আগেই l
    এবার, সাংস্কতিক অঙ্গনে সফল ভূমিকায় রাজ্যের আরক্ষাবাহিনী l