শুরু হলো পাত্রসায়েরে ” কৃষক বন্ধু ” প্রকল্পে চাষিদের চেক বিলি।

সেখ আজফার হোসেন, পাত্রসায়ের : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর চাষিদের জন্য চালু করেছে একটি নতুন সামাজিক প্রকল্প ” কৃষক বন্ধু “। আজ শুক্রবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কাঁটাবন ও লালপুর এই দুটি মৌজার মোট ৬৮ জন চাষির হাতে চেক তুলে দেন পাত্রসায়ের ব্লক উন্নয়ন আধিকারিক অজয় কুমার সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ, এ ডি ও রঞ্জন লোহারা, কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার সাহা, সুব্রত দত্ত প্রমুখ। এ দিন চেক নিতে আসা চাষিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। পার্থ প্রতিম বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছেন।এতে ছোট চাষিরা উপকৃত হবেন।