রসুলপুর হাই মাদ্রাসায় মহাসমারোহে পালিত হলো নবী দিবস

সেখ আজফার হোসেন, বিষ্ণুপুর:বিশ্ব নবী হযরত মুহাম্মদের জীবন ও আদর্শ মেনে চললে আমাদের মধ্যে কেউ কোন দিন বিভেদের প্রাচীর তুলতে পারবে না । সামাজিক সম্প্রীতি ও অটুট থাকবে। এ দিনের নবী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বললেন বিশিষ্ট প্রধান শিক্ষক অমল কুমার মুখার্জি।প্রতি বছরের মতো এবারও বাঁকুড়া জেলার রসুলপুর হাই মাদ্রাসায় মহাসমারোহে পালিত হলো বিশ্ব নবী দিবস।৩১ শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১০ টায় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র সেখ মহাম্মদ আক্রামের কোরান পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এ দিনের নবী দিবস অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য মৌলানা সরিফুল ইসলাম, প্রধান শিক্ষক নৌশাদ আলী, মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক মনোয়ারা বেগম, সমাজসেবক সিরাজুল হক, মাদ্রাসার শিক্ষক চৌধুরী মতিউর রহমান, আফসারুল হক, জয়শ্রী ঘোষাল , মৌলানা আবু সালেহ প্রমুখ। এ ছাড়াও মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা হাজির হয়েছিলেন।উল্লেখ্য ,এদিনের এই নবী দিবস অনুষ্ঠান মঞ্চ থেকে হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলানা নজরুল ইসলাম। মৌলানা সরিফুল ইসলামের দোওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।