কালীপুজো উপলক্ষে আলপনাতে সাজলো গলসি থানা

আজিজুর রহমান, গলসি : কালীপূজা উপলক্ষে গলসি থানা গ্রামরক্ষা বাহিনী প্রতিবছরই বিভিন্ন কর্মসুচী নিয়ে থাকে। সেই কর্মসুচীকে অন্যমাত্রা দিতে এবার রং তুলি দিয়ে আলপনা সাজালো এলাকার অঙ্কন শিল্পীরা। তাদের তুলিতে সুন্দর ভাবে উঠল গলসি থানার প্রবেশ পথ। গলসি এলাকায় এমন কাজ প্রথম দেখতে পেয়ে ওই কাজের প্রশংসা করেছেন থানায় আগত স্থানীয় মানুষজন। জানাগেছে, রং‌ ও তুলি আর্ট স্কুলের অঙ্কন শিক্ষক জাহাঙ্গীর মল্লিক ও তার ছাত্রছাত্রীরা ওই কাজ করেছেন। স্থানীয় ১৮ জন শিল্পী তাদের শিল্পকলা রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন। যা বর্তমানে অন্য এক মাত্রা এনে দিয়েছে। এদিন অঙ্কন শিল্পী সুমনা সোরেন পেনসিল স্কেচ করে থানার ওসি দীপঙ্কর সরকারের একটি ছবি অঙ্কন করে উনাকে উপহার দেন। তিনি বলেন, ওসি সাহেব খুব ভালো মানুষ। যা তিনি অঙ্কন স্যারের কাছে ও স্থানীয়দের কাছে জানতে পেরেছেন। তাই তিনি ওসি সাহেবের ছবি যোগার করে পেনসিল স্কেচ করে তাকে উপহার দিয়েছেন। শিল্পীদের কাজের প্রশংসা করেছেন ওসি দীপঙ্কর সরকার সহ অনেক পুলিশ অফিসার। তাদের ওই সুন্দর কাজের প্রচেষ্টার জন্য তিনিও তাদের হাতে উপহার তুলে দেন। অঙ্কন শিক্ষক জাহাঙ্গীর মল্লিক জানান, এলাকার থানাকে সাজাতে ও ছাত্র ছাত্রীদের আল্পনা দেওয়ার শিক্ষা দিতেই ওই উদ্যোগ।