|
---|
সেখ সামসুদ্দিনঃ বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ সুনীল মন্ডলের উদ্যোগে মেমারি সমাজকল্যাণ সমিতির পরিচালনায় মেমারি ১ ব্লকের দুই শত প্রতিবন্ধী মানুষকে সহায়ক সরঞ্জাম তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মন্ডল, বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডল, সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি প্রতিবন্ধী সমাজকল্যাণ সমিতির জেলা সভাপতি কাজী ওসমান গনি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওসমান গনি জানান এদিন ৪৫ জন মানসিক প্রতিবন্ধীকে এম এস আই ডি কিটস, ১৪ জনকে ট্রাই সাইকেল, ৪১ জনকে হুইল চেয়ার, ৪৫ জনকে দুকানের মেশিন, ২৫ জনকে স্ক্রাচ, ৬ জনকে এলবো ক্রাচ, একজন কুষ্ঠ রোগীকে মোবাইল ও এডিএল কিট ছাড়াও অন্যান্য সরঞ্জাম দেয়া হয়। সাংসদ জানান একজনও প্রতিবন্ধী যেন বাদ পড়েনা, তালিকা তৈরি করে পাঠালে তিনি আবারও দেবেন। এছাড়াও তাদের ভাতা প্রদান, চিকিৎসা ব্যবস্থা থেকে সার্বিক সহায়তার জন্য প্রতিবন্ধী মানুষের পাশে থাকবেন।