বহরমপুর ঋত্বিক সদনে তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সভা হয়

সংবাদদাতা : ১৪ই মা’চ রবিবার, মূশি’দাবাদ জেলার তৃনমূল কংগ্রেসের ডাকে বহরমপুর ঋত্বিক সদনে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র এক বধি’ত সভা হয় । সভাটি পরিচালনা করেন জেলা সভাপতি তথা সাংসদ আবু তাহের খান ।
উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান শ্রী সুব্রত সাহা, সাংসদ খলিলুর রহমান, প্রাক্তন সাংসদ মইনুল হাসান, প্রাক্তন বিধায়ক সোহরাব হোসেন, বিধায়ক ইদ্রিশ আলি, বিধায়ক সাহানা খান সহ সমস্ত প্রাথী’ জেলা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী সহ শাখা সংগঠনের নেতৃত্ব বৃন্দ তাছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিরা ।
জেলা সভাপতি তথা সাংসদ আবু তাহের খান তার বক্তব্যে বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে নিবা’চন করতে হবে। তিনি বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ আমাদের বিরোধীদের আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না, এই জেলার বাইশটি আসনই আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা উপহার দেব। সভার শুরুতে সাংসদ আবু তাহের খান সম্প্রতি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আক্রমণ কারীদের তীব্র নিন্দা জানান এবং মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনা করেন ।
প্রাক্তন সাংসদ মইনুল হাসান তার বক্তব্যে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে বিধানসভায় লড়ছেন, তাই পশ্চিমবঙ্গে যারা বহিরাগত প্রাথীর কথা বলছেন, তারা ঠিক বলছেন না।