|
---|
সুফি রফিকুল ইসলাম : ০৮জানুয়ারি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হয় মন কলম সাহিত্য সংস্থার সারাদিনের সাহিত্য সভা। সংস্থার সাহিত্য পত্রিকা ইচ্ছে, বত্রিশ অনুসা সহ একগুচ্ছ পুস্তক প্রকাশ করা হয় সম্পাদিকা তথা সংস্থার কর্ণধার অর্পিতা কামিল্যার ঐকান্তিক প্রচেষ্টায়। আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মন্ডল, সম্পাদিকা অর্পিতা কামিল্যা, যুগ্ম সহ সম্পাদক শৈলেন মন্ডল ও রমাকান্ত পাঁজা সহ প্রায় শতাধিক কবি ও সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।