|
---|
মুর্শিদাবাদের ডোম কলে থানার কুঠিতে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক
এস ইসলাম, নতুন গতি, ডোমকল:
স্থানীয়রা জানান যে। ঘটনা টি ঘটেছে দুপুর 2:40 নাগাদ ।অ্যাম্বুলেন্স সঙ্গে মোটর সাইকেল সংঘর্ষ।
বহরম পুর থেকে ডোম কল আসছিল অ্যাম্বুলেন্স আর রাস্তা পার হচ্ছিল মোটর সাইকেলে করে তখনই সামনা সামনি ধাক্কা মারে বলে জানান,। স্থানীয় মানুষ উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওপর আহত ব্যক্তি গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তির নাম পরেশ দাস,22,পিতা ভোলানাথ দাস।পেশায় এক জন ওয়েল্ডিং মিস্ত্রি,,
গ্রাম কুঠির মোড়,থানা ডোম কল,
আহত ব্যক্তির নাম বিক্রম দাস, তারা একই বাইকে ছিলেন বলে জানান স্থানীয়রা।
পরে ডোমকল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।