|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ঠিক যেন পাশের বাড়ির মেয়ে, অন্যান্য আর পাঁচটা সাধারন জনগণের মতো লাইনে দাঁড়িয়েই নিজের স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ মুখ্যমন্ত্রীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক জনসাধারণ। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হরিশ মুখার্জী রোডের জয়হিন্দ ভবনে আয়োজিত হয় ‘দুয়ারে সরকার’ শিবির। এই শিবিরেই বেলা ১১টা নাগাদ আসেন মুখ্যমন্ত্রী। সুবিধা নিলেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের। নিজের নামেই কার্ড করান তিনি।
স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাপক সাড়া রাজ্যবাসীর! এবার সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কার্ড তুলবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! ক্রমবর্ধমান কেরিয়ার গ্রাফ রানিমার! অভিষেক বচ্চনের সঙ্গে একই ছবিতে দিতিপ্রিয়াএকুশে কারর হয়ে ভোট চাইব না! আর তো ৪-৫ মাস, সব হিসেব বুঝে নেব, তৃণমূলকে হুঁশিয়ার বিদায়ী কাউন্সিলর জুঁই বিশ্বাসেরসৌরভের হার্ট অ্যাটাক নিয়ে উদ্ভট মন্তব্য করে সমালোচনার মুখে কংগ্রেস নেতা কীর্তি আজাদদল ছাড়লেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে
রাজ্যের সাধারণ মানুষ যেমন লাইনে দাঁড়িয়ে, সবরকম নিয়ম মেনে, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিচ্ছেন, ঠিক তেমনই এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ও তুললেন নিজের স্বাস্থ্যসাথী কার্ড। এদিন মুখ্যমন্ত্রীর আগে বেশ কয়েকজন লাইনে দারিয়েছিলেন। সেই লাইন বজায় রেখেই ধীরে ধীরে এগিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নির্ধারিত টেবিল পর্যন্ত পৌঁছন তিনি। এরপর সেখানে নিজের ছবি তোলান। এরপর বায়োমেট্রিক করিয়ে সমস্ত নিয়ম মেনে তবেই নিজের স্বাস্থ্যসাথী কার্ড হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের এক সাধারণ বাসিন্দা হয়েই সকলের মাঝে থেকেই কার্ড সংগ্রহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর পড়ে যারা যারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের হাতেও স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন শিবিরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর আলাদা ব্যক্তিগত স্বাস্থ্য বিমা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের একজন হয়ে রাজ্যবাসীর সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথী হতেই তিনিও এই স্বাস্থ্যসাথী কার্ড করালেন। এদিন শিবিরে মুখ্যমন্ত্রীকে পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন জনগণ।