|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: কাল বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সৌরভের ওষুধ চলবে। বাড়িতে প্রতিদিন ডাক্তাররা তাঁর পর্যবেক্ষণ করবেন। ২-৩ সপ্তাহ পরে সৌরভের পরবর্তী চিকিৎসা শুরু হবে। মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যাবতীয় মেডিক্যাল রিপোর্ট মূল্যায়ন করেন তিনি। এরপর তিনি সৌরভের সঙ্গে দেখা করেন। এর পরেই সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা।