|
---|
নতুন গতি প্রতিবেদক,কালিয়াগঞ্জ: সমস্ত জল্পনা, বিতর্ক ও আলোচনায় জল ঢেলে কালিয়াগঞ্জ উপনির্বাচনে শেষ পর্যন্ত মিছিলে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার রাত থেকে চলা নানারকম নাটক ও টানাপোড়েনের পরে শনিবার কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে রীতিমতো প্রচার মিছিলেই অংশ নিলেন বিপ্লব কুমার দেব।
নির্বাচনী প্রচারে অংশ নিতে শুক্রবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রায়গঞ্জে পৌঁছান৷ কালিয়াগঞ্জে একটি মিছিলে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। যদিও সেই কর্মসূচির কোনও সরকারি অনুমতি পায়নি বিজেপি৷ অনুমতি দেওয়া নিয়ে মাঝরাত পর্যন্ত চলে টানাপোড়েন। অনুমতি না মেলায় রাজ্য বিজেপি নেতৃত্ব ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন।
এরপর কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমল সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই বিজেপি প্রার্থীকে নিয়ে মিছিলে অংশ নেন বিপ্লব দেব। তবে প্রশাসন শেষ মুহুর্তে কি এই মিছিলের কোনো অনুমতি দিয়েছে? সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এই প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে জানাবেন। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অরবিন্দ কুমার মীনা এই বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।