মেমারি দশ নম্বার ওয়ার্ডে দেশের শহীদ বীর সেনার পরিবারের প্রতি সমবেদনা মোমবাতি মিছিল করা হয়

সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার দশ নম্বর ওয়ার্ড কমিটির উদ‍্যোগে চিনের অতর্কিত হানায় দেশের শহীদ কুড়ি জন বীর সেনার আত্মার শান্তি কামনায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা প্রশাসনিক বোর্ডের কো-অর্ডিনেটর সুপ্রিয় সামন্ত সহ ওয়ার্ড কমিটির সদস‍্যবৃন্দ। দশ নম্বর ওয়ার্ড অফিস থেকে শুরু করে সমগ্র ওয়ার্ড পরিক্রমা করে ওয়ার্ড অফিসেই শেষ হয়।
অপরদিকে দলুইবাজার ১ অঞ্চলে মেমারি ১ ব্লক যুব সভাপতি তথা তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর নিত‍্যানন্দ ব‍্যানার্জীর নেতৃত্বে চিনা হামলায় শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা গতকাল সন্ধ‍্যায়। সেখানে নগরকোনা ও সাহাপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে শতাধিক শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানান নিত‍্যানন্দ ব‍্যানার্জী। আজকেও বাগিলা অঞ্চলের এক সভায় বেশ কিছু মানুষ অন‍্যদল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।