আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে

আজিম সেখ,নতুন গতি,মুর্শিদাবাদ:-

    বাংলা আমার ভাষা আমার অহংকার
    বাংলা ভাষার জন্য
    এই হৃদয়ে তাজা লালগোলাপ চিরন্তন সতেজ।
    বন্য হই, ধন্য হই।

    এ এক অন্য প্রেমের আখ্যান।
    তাই এখন আর হাত পোড়ার ভয় পাই না।
    সব সুখ দুখ ভুলে একুশ গাই বাংলা ভাষার গান।

    প্রিয় দুখিনী বাংলা মা আমার।
    প্রাণের বাংলা ভাষাতেই জানাই ভালবাসি বাংলা ভাষা।

    প্রিয় বাংলা ভাষা প্রেমী
    সালাম বরকত র‌ফিক জব্বার
    আরও কত দীপ্তময় প্রাণ
    ২১ ফেব্রুয়ারিতে শহিদ।

    ওঁদের জন্য বাংলা ভাষা পেল আন্তর্জাতিক মর্যাদা স্ব-সম্মান।

    মূল্যবান দীপ্তিময়ী তারা
    আমার বাংলা মায়ের অনন্যা
    তোমার মায়াবী চোখ
    ভুবন জয়ের হাসি-কান্নায়
    ভেজা চিবুক।

    বাংলা-ভাষা কবির ভাষা,
    আমার ভাষা, তোমার ভাষা,
    বাংলা আমার মায়ের ভাষা,
    বাংলা আমার মুখের ভাষা,
    বাংলা আমার মাটির ভাষা,
    বাংলা আমার প্রিয়ার ভাষা,
    বাংলা দীপ্তিময়ীর প্রিয় ভাষা,
    একদিন
    এই মাটিতে হই যেন বিলীন।

    আকাশ দেখি
    কালো ধোঁয়ায় ঢাকা আকাশ
    সূর্য দেখা যায় না
    যেদিকে তাকাই শুধুই আধাঁর
    চোখ ফেরাই মাটির দিকে
    রক্তে লাল মায়ের বুক।
    আকাশের বুক চিরে
    নতুন সূর্য উঠুক
    বজ্র-গর্ভ মেঘ থেকে
    সম্প্রীতির বার্তা নিয়ে
    ঝরঝরিয়ে বৃষ্টি নামুক
    রক্তের দাগ মুছে যাক।

    পৃথিবী আমার স্বদেশ আমার
    পৃথিবী আমার দেশ।
    তারার-আকাশ আমার আকাশ
    দীপ্তিময়ী তারা আমার প্রিয়ার দেশ।

    এপার বাংলা ওপার বাংলা
    একটাই তো দেশ!

    তারের বেড়া ছিঁড়ে দাও আজ হোক একটাই স্বদেশ।