শারীরিক ও মানসিক বিকাশে এক দিবসীয় যোগ প্রশিক্ষণ হল বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: প্রাচীন ভারতীয় ঐতিহ্যের এক অনন্য অবদান- যোগ।যোগ দেহ ও মনের সংযোগ সাধন করে। চিন্তাশক্তি এবং কর্মের উন্নতি ঘটায় এবং ব্যক্তির ইচ্ছাশক্তি ও তার কর্মতৎপরতা বৃদ্ধি করে। মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর তাত্ত্বিক যোগাযোগের ক্ষেত্রে যোগ এক সূচারু মাধ্যম। হ্যাঁ, কথা গুলো আলোচিত হয় আজ ১৮ ই জুন খয়রাশোল গ্রামের সবুজ সংঘ প্রাঙ্গনে। বিবরণে প্রকাশ, বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় এবং খয়রাশোল সবুজ সংঘের উদ্যোগে এলাকার প্রায় আশিজন পড়ুয়াদের নিয়ে এক যোগ শিবিরের আয়োজন করা হয়। আগামী ২১শে জুন বিশ্ব যোগদিবসকে সামনে রেখে এ এক যোগ প্রশিক্ষণের মহড়া।

    আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের প্রতিনিধি নৃপেন্দ্র নাথ সৌ,ক্লাব সম্পাদক তপন ঘোষ, অলকেশ ঘোষ, শিক্ষক করুনাময় কর্মকার, বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক বিপিন চন্দ্র পাল প্রমুখ। যোগ কেবলমাত্র শরীরকে সুস্থ রাখে তাই নয়,এটির নিয়মিত অভ্যাসে আভ্যন্তরীণ ঙ্গানের (গ্যানের) বিকাশ এবং চিত্তশুদ্ধি ঘটায়।যাতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং কর্মচেতনার উন্নয়ন ঘটিয়ে বর্তমান পরিবর্তিত পরিবেশ ও আবহাওয়ার সাথে মানিয়ে চলতে সাহায্য করে তার ই এক ক্ষুদ্র প্রয়াস বলে এক সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লকের দায়িত্ব প্রাপ্ত ন্যাশনাল ইয়ুথ ভলিন্টিয়ার নৃপেন্দ্র নাথ সৌ।