শিরাকোল-গোলমসজিদ রুটের অটো উল্টে গুরুতর আহত ৩

নিজস্ব সংবাদদাতা, ১৬ জুন, নতুন গতি, শিরাকোল: গত ইংরাজি ১৫/০৬/১৯ তারিখ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থি থানার এলাকার শিরাকোল-গোলমসজিদ রুটের একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর জখম হন তিনজন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান যে দুর্ঘটনার সময় অটোরিকশায় ৫-৬ জন যাত্রী ছিল। গুরুতর জখম তিনজন বাদে বাকিদের চোট সামান্য হ‌ওয়ায় তারা প্রাথমিক ভাবে যে যার চিকিৎসা করায়। গুরুতর জখম তিনজনের মধ্যে চকহাটুরিয়া পশ্চিমপাড়া বুথের সকিনা বিবি এবং চকদেবুঘোষ মোল্লা পাড়ার মোজাম্মেল মন্ডলকে হাসপাতালে ভর্তি করতে হয়। জানা যায়, সকিনা বিবির মস্তিষ্কের ভিতরে মারাত্মক আঘাত লেগেছে, পাঁজরের তিনখানা হাড় ভেঙেছে এবং ফুসফুসেও মারাত্মক চোট লেগেছে। অন্যদিকে মোজাম্মেল মন্ডলের কাঁধ থেকে পিঠের দিকের বিরাট একটা অংশ খুবলে উঠে গেছে।
ঘটনার পর স্থানীয় উস্থি থানা WB97-2846 নম্বরের অটোরিকশাটি আটক করেছে। চালক পলাতক।
থানার পরামর্শ ক্রমে অটো ইউনিয়নের সেক্রেটারি আলকাস হালদারের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও, অটোরিকশা মালিক তথা অটো ড্রাইভার দেবব্রত মাঝি বিজেপির সমর্থক হ‌ওয়ায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য তার পক্ষে দাঁড়িয়ে, আহতদের চিকিৎসা খরচ সহ যেকোনো রকমের ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে আপোষ মীমাংসা ভেস্তে দেন বলে আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঐ রুটে যাতায়াত করা যাত্রীদের মধ্যে তাই ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে। সবাই এখন অভিযোগ করছেন এই বলে যে, আহত যাত্রীদের‌ও কি চিকিৎসা খরচ বা ক্ষতিপূরণ ঠিক হবে জাতপাত আর ধর্ম দেখে ? সকলেই চাইছেন, গ্রামাঞ্চলেও বিজেপির এই মারাত্মক ধর্মীয় বিভাজনের খেলা অবিলম্বে বন্ধ হোক।