হরিশ্চন্দ্রপুরে NRC ও CAA এর বিরুদ্ধে INTTUC'র প্রতিবাদ মিছিল

 
হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার,৬ জানুয়ারি: কেন্দ্রীয় সরকার বিজেপির কালাকানুন NRC ও CAA’র বিরুদ্ধে সোমবার হরিশ্চন্দ্রপুরের শহীদমোড়ে প্রতিবাদ মিছিল আয়োজন করে তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন INTTUC। এদিন এই NRC ও CAA’র বিরোধীতা মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের মালদা জেলা সভাপতি মানব ব্যানার্জি,হরিশ্চন্দ্রপুর শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রাধে শাম বড়াই, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি সেতাউর রহমান, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা ও পাট ইউনিয়ন সংগঠনের সভাপতি, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি সহ প্রায় দুইশত অটো ইউনিয়ন সংগঠনের অটো চালক।

এদিন তারা দলীয় পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে হরিশ্চন্দ্রপুর বাসষ্ট্যান্ড থেকে পোস্ট অফিস ও গোপাল কেডিয়া মোড় হয়ে শহীদ বেদির পাশে প্রতিবাদ মিছিল করে সমাপ্ত করে।

এদিন এই NRC ও CAA মিছিলে পায়ে পা মেলান হরিশ্চন্দ্রপুর এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ।এবং এই মিছিলের শ্লোগানে তাদের মুখে শুধু একটাই কথা NO NRC NO CAA আমরা এই আইন মানছিনা মানবোনা।

INTTUC’র জেলা শ্রমিক সংগঠন সভাপতি মানব ব্যানার্জি বলেন, গোটা দেশ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছে তাই আমরাও মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ হরিশ্চন্দ্রপুরে এই NRC ও CAA’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করি।