|
---|
রমজানের শুভেচ্ছা বার্তা রাজ্যবাসী রাজ্যপালের
নতুন গতি ওয়েব ডেস্ক: আজ সকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর রমযানের শুভেচ্ছা জানানোর পাশাপশি করোনা মোকাবিলায় সকলেই ঐক্যবদ্ধতার কথা বলেন।
ট্যুইটে রাজ্যপাল বলেন, ”সবাইকে রমযান মোবারক। এই পবিত্র মাস আমাদের অন্যের প্রতি সংবেদনশীল হতে, বিশেষত দরিদ্রদের সাহায্য করার জন্য অনুপ্রেরণা জাগিয়ে তুলুক। আসুন, এই উপলক্ষে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই এবং শৃঙ্খলাবদ্ধ শক্তিতে কোভিড-১৯-কে পরাজিত করার সংকল্প গ্রহণ করি।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক ট্যুইট বার্তায় বলেছেন, “রমযান মোবারক! আমি প্রত্যেকের নিরাপত্তা, মঙ্গল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আশাকরি পবিত্র এই মাস সম্প্রীতি, সহানুভূতি এবং দয়ার প্রাচুর্য বয়ে আনবে। আশাকরছি আমরা কোভিড-১৯এর বিরুদ্ধে জারি এই যুদ্ধে নিশ্চিত বিজয় লাভ করতে পারবো এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে পারবো ।