চৌদ্দশ বছর পর এই প্রথম মক্কা মদিনায় প্রবেশ নিষেধ রমজান মাসে

চৌদ্দশ বছর পর এই প্রথম মক্কা মদিনায় প্রবেশ নিষেধ রমজান মাসে

    নতুন গতি ওয়েব ডেস্ক: এই প্রথম চৌদ্দশ বছর পর এই প্রথম মক্কা মদিনায় প্রবেশ নিষেধ রমজান মাসে। মূলত করোনাভাইরাস এর কারণেই জনসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করেছেন সৌদি সরকার।

    এবার রমজান মাসে মক্কা ও মদীনাবাসী তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন না, শুধু যারা মসজিদের দায়িত্বে আছেন তারাই তারাবির নামাজ পড়বেন।
    করোনা ভাইরাসের কারণে গোটা দেশেই কর্ফি জারি আছে। তবে সকাল ৯ টা থেকে বৈকাল ৫ টা পর্যন্ত খাদ্য সামগ্রিক কিনতে পারবেন সাধারণ মানুষ।