পুলিশ জেলা সহ ১২ দফা দাবী নিয়ে চাঁচল মহকুমা শাসককে শ্মারকলিপি প্রদান চাঁচলবাসীর

উজির আলী, নতুন গতি, চাঁচল:   অবিলম্বে পুলিশ জেলা গঠনের দাবীর পাশাপাশি একাধিক দাবি নিয়ে মঙ্গলবার চাঁচোলের আওয়াজ একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এক মহা মিছিল করে চাচল মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলো।

    মঙ্গলবার দুপুর দুটো নাগাদ চাঁচল সদরের নেতাজি মোড় থেকে ওই মিছিলটি শুরু হয় যা গোটা চাঁচোল শহর পরিক্রমা করে। পরে দপ্তরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ১২ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দেয়। এদিন ওই মহামিছিলে চাঁচোল মার্চেন্ট অ্যাসোসিয়েশন নাগরিক মঞ্চ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব সংস্কৃতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিলে পা মেলান।

    ওই সোশ্যাল মিডিয়া ভয়েস অফ চাঁচল এর আহ্বায়ক অভিজিৎ দাস জানান,চাঁচোল শহরের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন দাবিতে এদিন আমরা চারজন মহকুমাশাসক সব্যসাচীর হাতে ১২ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করি। ওই দাবিগুলির মধ্যে মূল দাবি গুলি আমাদের হলো অতিসত্বর চাঁচলে পুলিশ জেলা গঠন করতে হবে।কারণ এর আগে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল চাঁচল কে পুলিশ জেলা গঠন করা হচ্ছে এবং এর জন্য পুলিশ লাইন ও পুলিশ জেলার দপ্তর তাও পরিদর্শন করা হয়েছিল।

    মাঝপথে হঠাৎ করে ওই পুলিশ জেলা স্থগিত হয়ে যায়। আমাদের দাবী দ্রুততার সাথে চাঁচল কে পুলিশ জেলা গঠন করা হোক। পাশাপাশি দীর্ঘদিন ধরে চাঁচল বাসির দাবি ছিল চাঁচল পৌরসভা গঠনের।

    বহুবার চাঁচোল কে পৌরসভা ঘোষণা করা হলেও আজ পর্যন্ত চাঁচলকে পৌরসভা গঠন হয়নি।
    ফলে বিভিন্ন সমস্যার ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চাঁচল ফুটবল স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ এখনো পাইনি। চাঁচোল মহকুমা হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন একেবারে ভেঙে পড়েছে।হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং চাঁচল এন বি এসটিসি বর্তমানে সেই স্থান থেকে সরিয়ে তিন কিলোমিটার দুরত্ত্ব কলিগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দাবী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাঁচল যে স্থানে রয়েছে সেখানে একটি নতুন টার্মিনাস করতে হবে।

    এই সমস্ত দাবি নিয়ে তারা চাঁচল মহকুমাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি প্রদান করে। অতিরিক্ত মহকুমা শাসক কল্যান বড়ুয়া জানান আমরা শ্মারক লিপি পেয়েছি। বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।