মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের নবান্নে সংবর্ধনা দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নাজিবুল্লাহ রহমানি, কলকাতাঃ সোমবার মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা ও আলিম ফাজিলের ৪৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের নবান্নে ডেকে সংবর্ধনা দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকাল ৫টায়, কিন্তু রাজ্যের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ঠিক হওয়াই মুখ্যমন্ত্রী ৫টার আগেয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।
মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রী উপহার স্বরূপ একটি করে ল্যাপটপ,মেডেল, নিজের লেখা বই,হাত ঘড়ি, ফুলের তোড়া মিষ্টির প্যাকেট ও পেন ডায়েরি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা এগিয়ে চলো তোমাদের চলার পথে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমরা আছি, আমাদের সরকার সবরকম সাহায্য করবে। এবং রাজ্য ও কেন্দ্রের দেওয়া স্কলারশিপের ফর্ম সেগুলো ফিলাপ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন তিনি। সংবর্ধনা পাওয়ার পর ছাত্র -ছাত্রীদের বক্তব্য আমরা খুবই খুশি মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের ভালো করে পড়াশুনা করতে, এবং আগামী দিন কোনো অসুবিধে যাতে না হয় সেদিকে তিনি নজর দেবেন বলে আমাদের কে বলেন। তবে এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল না কোন মুসলিম বিধায়ক ও সাংসদ অথবা মন্ত্রী ফলে প্রশ্ন উঠছে নানা মহলে।