|
---|
নূর আহমেদ,মেমারি : মঙ্গলবার দুপুরে মেমারি চকদিঘী রোডে হেলমেট বিহিন য়ারাা বাইক নিয়ে যাতায়ত করছে তাদেরকে কে আটক করে ফাইন করা হয়। এদিন ১২টা বাইক ধরা হয় এবং ১০০০ টাকা করে ১২ হাজার টাকা ফাইন করা হয়। এরপর সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচীতকেে পথ নিরাপত্তা নিয়ে তাদের বোঝানো হয় যে হেলমেট পড়ে বাইক চালানোর জন্য। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে এই কর্মসূচী করা হয়।