|
---|
পারিজাত মোল্লা : অন্যান্য দেশের তুলনায় জাপান বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন দেখতে এই রাজ্যের বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী আগামী সেপ্টেম্বরে জাপানে যাচ্ছে। একথা জানিয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিসুজু আসারি,আজ মঙ্গলবার কলকাতার যাদবপুরে ত্রিগুনা সেন অডিটোরিয়ামে জাপান থেকে আগত ২০ জন প্রতিনীধি ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এ রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক স্তরের ২০ জন শিক্ষার্থী (শ্রেণি সপ্তম থেকে দ্বাদশ) জানুয়ারি-ফেব্রুয়ারি এবং আগামী বছর সেপ্টেম্বর- অক্টোবর মাসে জাপান সফর করবে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার (ISWMAW) এবং জাপানিজ সোসাইটি অফ ম্যাটেরিয়ালস সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট (JSMCWM) এর উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়েছে।
একইভাবে জাপানি স্কুলের মধ্য ও উচ্চ শ্রেণির ২০ জন শিক্ষার্থী কলকাতায় যাবে।
শিক্ষার্থীরা সফররত দেশগুলোর সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খতিয়ে দেখবে এবং মত বিনিময় করবে।
গত ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাপান থেকে ২১ জন সদস্য নিয়ে গঠিত ইন্দো-জাপান সহযোগিতামূলক প্রতিনিধি দল কলকাতা সফর করছে। আজ ২২ আগস্ট তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুণা সেন অডিটোরিয়ামে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইয়ুথ এ অংশ নেন। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রতিম বৈদ্য সকল প্রতিনিধিদের স্বাগত জানান। প্রফেসর সাধন কুমার ঘোষ, ইন্দো-জাপান কোলাবোরেটিভ ডেলিগেশনের প্রতিনিধিদলের সফরের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা এবং উভয় ক্ষেত্রেই সেরা অনুশীলন শেখার জন্য জাপান ও ভারতের স্কুলের মধ্যে সহযোগিতার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। জাপানি দলের নেতা এবং অ্যাসো. কিয়োটো ইউনিভার্সিটির প্রফেসর মিসুজু বলেন, প্রফেসর ঘোষ এবং অন্যান্য দায়িত্বশীল শিক্ষক, কর্মকর্তা এবং স্কুলের সঙ্গে আলোচনা করে তৈরি কর্মপরিকল্পনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটিতে জাপানের সাতটি উচ্চ বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নদিয়া, হাওড়া, পূর্ব বর্ধমান এবং হুগলির কলকাতা, দক্ষিণ 24 পৃ., উত্তর 24 পৃ., নদিয়া, হাওড়া থেকে ৪০ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্র এবং ৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন৷ জাপান এবং পশ্চিমবঙ্গের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন নাচ, গান, বক্তৃতা, আবৃত্তি এবং অন্যান্য পরিবেশন করে।
ডক্টর ঘোষ বলেন, পরের বছর “স্কুল ছাত্রদের জন্য সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কংগ্রেস” অনুষ্ঠিত হবে যেখানে ছাত্ররা তাদের সেরা পারফরম্যান্স এবং SDG সম্পর্কিত প্রকল্পগুলি প্রদর্শন করবে৷ সারা বিশ্বে প্রায় ১৫০ টি স্কুল এতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য ও সমর্থন চাওয়া হবে।