ডোমকল সাব ডিভিশন পুলিশের রবীন্দ্র জন্ম জয়ন্তি উদযাপন থানায় থানায়

ডোমকল সাব ডিভিশন পুলিশের রবীন্দ্র জন্ম জয়ন্তি উদযাপন থানায় থানায়

    এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:

    আজ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্ম দিবস । ডোম কল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আজ রবীন্দ্র জয়ন্তী পালিত হলো ডোম কল থানা ও জলঙ্গি থানায়।আজ প্রথমে ডোম কল সাব ডিভিশন রাস্তায় প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরেন রবীন্দ্রনাথের ছবি নিয়ে একটি ছোটো গাড়ির সামনে ব্যানার লাগিয়ে ফুলের মালা দিয়ে গাড়িটিকে সাজিয়ে নিয়ে বেড়ালেন ও মমতা বন্দ্যোপাধ্যায় লেখা একটি গান চালিয়ে এলাকা বাসীদের সতর্ক করছিলেন এদিন।

    জলঙ্গী থানার ওসি উৎপল কুমার দাস প্রথমে থানায় রবীন্দ্র নাথ ঠাকুরের ছবিতে পুষ্প ও মালা দিয়ে জলঙ্গী টু ধনিরাম পুর রাস্তায় বিভিন্ন বাজারের ও ঘন বসতি এলাকায় এসডিপিও ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন এদিন।

    এদিন এলাকা বাসীদের করোনা ভাইরাস সম্মন্ধে সচেতনতার বার্তা দিলেন,এক সঙ্গে বেশি মানুষ এক যাইগায় যেনো না থাকেন,বাইরে বেরোলে মুখে মাস্ক ব্যবহার করে সেই সব বার্তা দিলেন।
    এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর গাড়িতে যেতে যেতে রাস্তার ধারে বাচচাদের দেখে গারিথেকে নেমে চকোলেট তুলে দিলেন বাচ্চাদের হাতে।

    এলাকা বাসী একজন বলেন যে বর্তমানে পুলিশ আর সাধারণ মানুষ এক ,কারণ যেকোনো পরিস্থিতিতে পুলিশের কাছে গেলে সাহায্য পাওয়া যাচ্ছে,এমন কি পুলিশ কখনো খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।আবার কখনো প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।এই লক ডাউন এর কারণে অনেক সময় অসুস্থ মানুষদের বেশি দূরে গিয়ে ওষুধ কিন্তে পারছেন না এমন খবর পাওয়ার পরে সেই সব অসুখ ব্যক্তিদের বাড়ি গিয়ে তাদের ওষুধ পৌঁছিয়ে দিচ্ছেন ।এ এক অন্য মুখ পুলিশের ।যেমন আইন রক্ষক হিসেবে কাজ করছেন ঠিক তেমনি ভাবে সমাজ রক্ষার কাজ করে চলেছেন�