|
---|
সংবাদদাতা,জঙ্গিপুর : জীবনের অনেক বাধা বিপত্তি থেকে একজন সফল ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তার পর একজন সফল কবি ও অনেক সম্মাননা পেয়েছেন। এক কাব্য গ্রন্থ *এক মুঠো নীল* কবিতার বই। জন্ম বীরভূমের প্রান্তিক গ্রাম ঝাড়খণ্ড লাগোয়া মুরারই থানার কাশিল্যা বিবাহ সূত্রে ও কর্মজীবন মুর্শিদাবাদ জঙ্গিপুর মহকুমা তে। এই নারীর সমাজে বেড়ে উঠার অসাধারণ কৃতকার্যর প্রতি সম্মান জানাতে এগিয়ে এলেন কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি ও মানব বন্ধন মঞ্চ নামে দুই স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন kushmore Rural HRD Society এর সম্পাদক ও মানব বন্ধন মঞ্চ এর জেলা সভাপতি ফজল-এ-এলাহী ও সাংস্কৃতিক সম্পাদক মানিক চাঁদ শেখ মহাশয়।