|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: অবশেষে কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে বদলি করা হল দেশের দেশের প্রথম রূপান্তরিত অধ্যক্ষের। নদীয়ার ওই কলেজে কাজে যোগ দেওয়ার পর তাকে মানসিক অত্যাচারের স্বীকার হতে হয়। ২০১৫ সালে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কাজে যোগ দেওয়ার পর থেকেই শিক্ষকরা তার অপসারণের দাবিতে মিছিল করে সঙ্গে যোগ দেন ছাত্রীরাও।
প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষকরা সেবার কাজে দেয় কিন্তু সমস্যা চলতেই থাকে। শিক্ষকরা তাকে বয়কট করে, টিচার্স রুমে না বসে তারা কলেজের বারান্দায় বসতেন।
এই পরিস্থিতিতে মানবী দেবী কলেজে আসা বন্ধ দেন। এরপর অধ্যক্ষ না আসায় কলেজের ভর্তি ও পরীক্ষায় অনিশ্চয়তা দেখা দেয়। ছাত্র-ছাত্রীরা দারস্থ হয় জেলাশাসকের কাছে। সমস্যা সমাধানের জন্য কলেজের বর্ষীয়ান শিক্ষকা বিজলী ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়। মানবী দেবীর সাথে বদলি করা হয়েছে কৃষ্ণণগর উইমেন্স কলেজের আরও দুই শিক্ষককে। গৌরদাস সরকারকে গোবরডাঙা কলেজে