বন্ধ্যাত্ব এবং চোখের চিকিৎসার সেরা পরিকাঠামো নিয়ে এক আলোচনা সভা মালদায়।

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা, ১৪ জুলাই ঃ বন্ধ্যাত্ব এবং চোখের চিকিৎসার সেরা পরিকাঠামো নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল মালদা শহরের সিঙ্গাতলায় অবস্থিত একটি বেসরকারি নার্সিং হোমে। উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক দেবলীনা ব্রক্ষ এবং চিকিৎসক অনন্যব্রত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ওই নাসিংহোম এর কর্ণধার ডক্টর ডি সরকার। আলোচনা সভা শেষে সাংবাদিক বৈঠক করে বন্ধ্যাত্বের চিকিৎসা এবং চোখের চিকিৎসার সেরা পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে জনমানসে নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে তা নিয়ে আলোচনা করেন চিকিৎসক দেবলীনা ব্রক্ষ। সেই সঙ্গে সহজ কিস্তির মাধ্যমে এখন থেকে বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধা রয়েছে তাও তুলে ধরা হয়।

    তার সঙ্গে চোখের চিকিৎসা সেরা পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক অনন্যব্রত দাস।
    এই দুই চিকিৎসার পরিকাঠামো এখন থেকে মিলবে শহরের সিঙ্গাতলার এই বেসরকারি নার্সিংহোমে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসার পর অপারেশনের প্রয়োজন হলে রোগীদের রেফার করা হবে কলকাতায় এমন সমস্ত ব্যবস্থা করবে নার্সিংহোম কর্তৃপক্ষ বলে জানান ডক্টর ডি সরকার।