সমাজ ও সমাজের দৃষ্টিভঙ্গি।

নতুন গতি নিউজ ডেস্ক : খিদের জ্বালায় কাজ করলে সে নাকি শিশুশ্রমিক? যাদের কাছে দুমুঠো ভাত স্বপ্ন,বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ,তারপরেও সমাজে শিশু শ্রমিক নিষিদ্ধ।

    কিন্তু যে বাচ্চারা সোনো পাউডার মুখে মেখে ,ক্যামেরার সামনে দাঁড়িয়ে টাকা রোজগার করছে? তারা কিন্তু শ্রমিক না? সমাজ তাদের নাম রেখেছে, শিশু শিল্পী ? পার্থক্য, ভাত এবং বিলাসীতার?

    টাকার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে ন্যাংটা হয়ে দেহের ছবি তুলতে দেওয়া,নিজের নগ্নতা বিক্রি করা? এগুলো কিন্তু সমাজে মান্যতা আছে?এদের কে সমাজ বলে মডেল বা অভিনেত্রী আখ্যা দেয়।

    আর যারা ভদ্র সমাজের মুখোশধারী বাবুদের টাকার বিনিময়ে দেহের চাহিদা মেটায় ? তাদেরকে সমাজ বলে বেশ্যা।
    বদল হোক সমাজ, বদল হোক দৃষ্টিভঙ্গি।