জয়শ্রীরাম না বলায় আরও এক মাদ্রাসা পড়ুয়া কিশোরকে বেধড়ক পেটালো দুষ্কৃতকারীরা

নতুন গতি নিউজ ডেস্ক, ১৪ জুলাই, মুর্শিদাবাদ: এবার জয় শ্রীরাম না বলায় এক মাদ্রাসা পড়ুয়াকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো গেরুয়া দুষ্কৃতিদের বিরুদ্ধে। আজ রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানা এলাকায় ঘটেছে এমন‌ই ন্যাক্কারজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,- এদিন সকালে সাগরদীঘি থানার ফুলসহরি মোড়ে বছর এগারোর এক কিশোরের পথ আটকায় বাইক আরোহী জনা কয়েক গেরুয়া দুষ্কৃতি। এরপর তারা ঐ কিশোরটিকে জোরে জোরে ‘জয় শ্রীরাম’ বলার জন্য নির্দেশ দেয়। রফিকুল আলম নামে মাদ্রাসা পড়ুয়া ওই কিশোরটি ‘জয়শ্রীরাম’ বলতে না চাইলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করতে শুরু করে দুষ্কৃতিরা। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁরা দুষ্কৃতিদের ধরে পুলিশে খবর দেন। পুলিস এসে দুষ্কৃতিদের গ্রেফতার করে। গুরুতর আহত কিশোর রফিকুল আলমকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুষ্কৃতিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।